সরাসরি বিষয়বস্তুতে যান

মারা গেলে আমাদের কী হয়?

মারা গেলে আমাদের কী হয়?

বাইবেল কী উত্তর দেয়?

 বাইবেল বলে: “জীবিত লোকেরা জানে যে, তাহারা মরিবে; কিন্তু মৃতেরা কিছুই জানে না।” (উপদেশক ৯:৫; গীতসংহিতা ১৪৬:৪) তাই, আমরা যখন মারা যাই, তখন আমরা আর অস্তিত্বে থাকি না। মৃত লোকেরা চিন্তা করতে, কাজ করতে কিংবা অনুভব করতে পারে না।

“তুমি . . . ধূলিতে প্রতিগমন করিবে”

 মারা গেলে আমাদের কী হয়, সেই বিষয়ে যিহোবা প্রথম মানুষ আদমকে জানিয়েছিলেন। যখন আদম অবাধ্য হয়েছিলেন, তখন ঈশ্বর তাকে বলেছিলেন: “তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে।” (আদিপুস্তক ৩:১৯) ঈশ্বর আদমকে ‘মৃত্তিকার ধূলি’ দিয়ে সৃষ্টি করার আগে তার কোনো অস্তিত্ব ছিল না। (আদিপুস্তক ২:৭) একইভাবে, আদম যখন মারা গিয়েছিলেন, তখন তিনি সেই ধুলোতে ফিরে গিয়েছিলেন এবং অস্তিত্বহীন হয়ে গিয়েছিলেন।

 এরপর থেকে যারা মারা যায়, তাদের সবার ক্ষেত্রে এমনটা ঘটে থাকে। মানুষ ও পশুপাখি, উভয়ের বিষয়ে বাইবেল এই কথা বলে: “সকলেই ধূলি হইতে উৎপন্ন, এবং সকলেই ধূলিতে প্রতিগমন করে।”—উপদেশক ৩:১৯, ২০.

মৃত্যুতেই যে সব কিছু শেষ হয়ে যায়, এমন নয়

 বাইবেল মৃত্যুকে ঘুমের সঙ্গে তুলনা করে। (গীতসংহিতা ১৩:৩; যোহন ১১:১১-১৪; প্রেরিত ৭:৬০) ঠিক যেমন কোনো ব্যক্তি যখন গভীর ঘুমে মগ্ন থাকেন, তখন তিনি আশেপাশের বিষয়গুলো বুঝতে পারেন না, তেমনই যখন কোনো ব্যক্তি মারা যান, তখন তার আশেপাশে কী ঘটছে, তিনি সেটা বুঝতে পারেন না। তবে, বাইবেল শিক্ষা দেয়, ঠিক যেমন ঘুম থেকে কোনো ব্যক্তিকে ওঠানো হয়, তেমনই ঈশ্বর মৃতদের আবারও ওঠাতে পারেন এবং তাদের জীবন দিতে পারেন। (ইয়োব ১৪:১৩-১৫) যে-ব্যক্তিদের যিহোবা পুনরুত্থিত করেন, তাদের জন্য মৃত্যুতেই সব কিছু শেষ হয়ে যায় না।