ভেনেজুয়েলায় কঠিন সময়েও যিহোবার সেবা করে চলা
সাম্প্রতিক বছরগুলোতে ভেনেজুয়েলায় এমন অর্থনৈতিক এবং সামাজিক সংকট দেখা দেয়, যা আগে কখনো দেখা যায়নি। এডগার নামে একজন সাক্ষি ভাই বলেন, “কয়েক বছরের মধ্যে এখানে জীবনযাপন করা এত কঠিন হয়ে পড়ে যে, মনে হচ্ছিল আমরা ঘর বাড়ি ছাড়িনি অথচ অন্য কোন দেশে চলে এসেছি!”
কোন বিষয়টা এডগারকে এই পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করেছিল? তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রী কারমেন মিশনারিদের উদাহরণ নিয়ে চিন্তা করি, যারা অল্প কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে অন্য দেশে চলে যান এবং মৌলিক সুযোগসুবিধাগুলো ছাড়াও সেখানে জীবনযাপন করতে শেখেন। তাদের এই উদাহরণ আমাদেরকে আরও সাধারণভাবে জীবনযাপন করতে উৎসাহিত করে আর নতুন নতুন চ্যালেঞ্জ নিতে শেখায়, যেমন নিজেদের খাবারের জন্য কিছু চাষবাস করা।”
তবে, এডগার এবং কারমেন আরও বেশি কিছু করেন। তারা ভাই-বোনদের সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে যান, এমনকী যারা হতাশায় ছিলেন, তাদেরকেও সাহায্য করেন। (১ থিষলনীকীয় ৫:১১) এডগার বলেন, “আমরা শুধুমাত্র সান্ত্বনা দেওয়া ছাড়াও এই ব্যাপারে তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছিলাম যে, অন্যদের সাহায্য করার মাধ্যমে তারা নিজেরাও আনন্দিত হতে পারে।”—প্রেরিত ২০:৩৫.
প্রচারে চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে ভালো ফলাফল
কোভিড-১৯ অতিমারির শুরুর দিকে আরহেনিস সিদ্ধান্ত নেন যে, তিনি তার আত্মীয়দের কাছে সাক্ষ্য দেবেন। আর, তাদের মধ্যে কেউ কেউ টেলিফোনের মাধ্যমে বাইবেল অধ্যয়ন করার জন্য রাজি হয়ে যায়।
আরহেনিস এটাও চেয়েছিলেন যে, ২০২০ সালের আঞ্চলিক সম্মেলন থেকে তার সেই সমস্ত আত্মীয়স্বজনেরাও যাতে উপকার পায়, যাদের ইন্টারনেট ছিল না। পরে, কাছাকাছি এক শহর থেকে একজন সাক্ষি ভাই তাদের সেই প্রোগ্রামের একটা ডিজিটাল রেকর্ডিং দেন। তখন সেটা দেখার জন্য আরহেনিসের আত্মীয়েরা একটা বড়ো টিভি স্ক্রিন এবং স্পিকার, কাছাকাছি প্রতিবেশীর থেকে চেয়ে নিয়ে আসে। এরপর, আরহেনিস প্রোগ্রাম শুরু হওয়ার আগে ফোন করে তাদের জন্য প্রার্থনা করে দেন। আরহেনিসের সেই আন্তরিক প্রচেষ্টার ফলে তার চার জন আত্মীয় এবং অন্যান্য আরও ১৫ জন এই প্রোগ্রামে যোগ দিতে পেরেছিলেন।
বিশ্বাস এবং প্রেমের দ্বারা অনুপ্রাণিত হন
জাইরো এবং জোয়ানা নামে এক দম্পতি এমন এক মণ্ডলীতে ছিলেন, যেখানে শুধুমাত্র তাদের কাছেই একটা গাড়ি ছিল। তবে, সেই এলাকাতে গাড়ির জন্য গ্যাস পাওয়া সহজ ছিল না। জাইরো বলেন, “মাঝে মাঝে আমাদেরকে ঘণ্টার পর ঘণ্টা, এমনকী সারারাত ধরে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হত।”
জাইরো মনে করেন, তারা যেভাবে তাদের গাড়ি ব্যবহার করে ভাই-বোনদের সাহায্য করেছিলেন, সেই প্রচেষ্টা সার্থক হয়েছে। তিনি বলেন, “যখন আমরা ভাই-বোনদের কাছে তাদের প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিই, তখন তারা আমাদের প্রতি নয় বরং যিহোবার প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে, যিনি তাঁর লোকদের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু জুগিয়ে দেন আর এটা দেখে আমরা খুবই আনন্দিত হই।”—২ করিন্থীয় ৯:১১, ১৪.
সাহায্য করার জন্য সবাই কিছু না কিছু করতে পারে
নরিয়ানি নামে এক বোন যদিও যুবতী ছিলেন তবুও তিনি নিজের সম্বন্ধে মনে করতেন যে, অন্যদের সাহায্য করার জন্য এখনও তিনি উপযুক্ত নন। কিন্তু পরে তিনি ১ তীমথিয় ৪:১২ পদ পড়েন, যেখানে লেখা আছে, “তুমি যুবক বলে কেউ যেন তোমাকে তুচ্ছ না করে। কিন্তু, তুমি … বিশ্বস্ত ব্যক্তিদের জন্য উদাহরণযোগ্য হও।”
এই শাস্ত্রপদ থেকে উৎসাহিত হয়ে নরিয়ানি তার মণ্ডলীর বয়স্কদের সাহায্য করার জন্য এগিয়ে যান। প্রচার কাজে সাহায্য করার উদ্দেশ্যে তিনি তাদের চিঠি লেখার জন্য আমন্ত্রণ জানান আর নিজের বাইবেল অধ্যয়নেও যোগ দিতে বলেন। এ ছাড়াও, তিনি তাদেরকে ফোন করতেন আর উৎসাহমূলক টেক্সট ম্যাসেজও পাঠাতেন। নরিয়ানি বলেন, “যিহোবা আমাকে এটা বুঝতে সাহায্য করেছেন যে, অন্যদের সাহায্য করার ক্ষেত্রে আমিও অনেক কিছু করতে পারি।”
এই কঠিন সময়ে ভেনেজুয়েলাতে যে-সমস্ত ভাই-বোনেরা রয়েছে, তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তারপরও, তারা তাদের পরিচর্যায় উদ্যোগ বজায় রেখেছে এবং ‘একে অন্যকে অনেক সান্ত্বনা প্রদান করেছে।’—কলসীয় ৪:১১; ২ তীমথিয় ৪:২.