সরাসরি বিষয়বস্তুতে যান

যিহোবার সাক্ষিরা কি বিশ্বাস করে যে, শুধু তারাই একমাত্র সত্য ধর্ম পালন করে?

যিহোবার সাক্ষিরা কি বিশ্বাস করে যে, শুধু তারাই একমাত্র সত্য ধর্ম পালন করে?

 যারা ধর্মকে গুরুত্বের সঙ্গে নেয়, তাদের এইরকমটাই চিন্তা করা উচিত যে, তারা যে-ধর্ম বেছে নিয়েছে, তা ঈশ্বর এবং যিশুর কাছে গ্রহণযোগ্য। তা না হলে, কেন তারা এতে জড়িত হয়েছে?

 যিশু খ্রিস্ট এই ধারণার সঙ্গে একমত হননি যে, এমন অনেক ধর্ম ও পথ রয়েছে, যেগুলোর সমস্তই পরিত্রাণের দিকে পরিচালিত করে। এর পরিবর্তে, তিনি বলেছিলেন: “জীবনে যাইবার দ্বার সঙ্কীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়।” (মথি ৭:১৪) যিহোবার সাক্ষিরা বিশ্বাস করে যে, তারা সেই পথ খুঁজে পেয়েছে। তা না হলে, তারা অন্য কোনো ধর্মের অনুসন্ধান করত।