সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৩১

গান ১২ মহান যিহোবা

যিহোবা পাপী মানুষকে উদ্ধার করার জন্য কী করেছেন?

যিহোবা পাপী মানুষকে উদ্ধার করার জন্য কী করেছেন?

“ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, নিজের একজাত পুত্রকে দান করলেন।”যোহন ৩:১৬.

আমরা কী শিখব?

এই প্রবন্ধে আমরা দেখব, যিহোবা কীভাবে আমাদের পাপের বিরুদ্ধে লড়াই করার এবং সেইসঙ্গে তাঁকে খুশি করার জন্য সাহায্য করেছেন। আমরা এও দেখব, তিনি এমন কী করেছেন, যাতে আমরা পাপ থেকে মুক্ত হতে এবং চিরকাল বেঁচে থাকতে পারি।

১-২. (ক) পাপ কী আর কীভাবে আমরা পাপকে পরাজিত করতে পারি? (এ ছাড়া, “এটার মানে কী?” অংশটা দেখুন।) (খ) এই প্রবন্ধে এবং এই সংখ্যার অন্যান্য প্রবন্ধে আমরা কী নিয়ে আলোচনা করব? (এ ছাড়া, এই সংখ্যায় “পাঠকদের জন্য নোট” দেখুন।)

 যিহোবা আপনাকে কতটা ভালোবাসেন? আপনি যদি তা জানতে চান, তা হলে পাপ ও মৃত্যু থেকে আপনাকে উদ্ধার করার জন্য তিনি যা করেছেন, তা নিয়ে অধ্যয়ন করুন। পাপ a হল এক ভয়ানক শত্রু, যেটাকে আপনি নিজের শক্তিতে পরাজিত করতে পারবেন না। আমরা সবাই প্রতিদিন পাপ করি আর পাপের কারণে আমরা একসময় মারা যাই। (রোমীয় ৫:১২) তবে, আমাদের জন্য একটা আনন্দের খবর হল, যিহোবার সাহায্যে আমরা পাপকে পরাজিত করতে পারি। যিহোবা প্রতিজ্ঞা করেছেন, তিনি আমাদের পাপ ও মৃত্যু থেকে পুরোপুরিভাবে উদ্ধার করবেন!

যিহোবা প্রায় ৬,০০০ বছর ধরে আমাদের পাপের বিরুদ্ধে লড়াই করার জন্য সাহায্য করে এসেছেন। কেন? কারণ তিনি আমাদের ভালোবাসেন। যিহোবা মানুষকে সৃষ্টি করার পর থেকেই তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে এসেছেন। তাই, এই লড়াইয়ে সাহায্য করার ক্ষেত্রে তিনি তাদের জন্য অনেক কিছু করেছেন। ঈশ্বর জানেন, পাপ করার কারণে আমরা মারা যাই। কিন্তু, তিনি তা চান না, বরং তিনি চান যেন আমরা চিরকাল বেঁচে থাকি। (রোমীয় ৬:২৩) আপনার জন্যও তিনি তা-ই চান। এই প্রবন্ধে আমরা তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করব: (১) যিহোবা পাপী মানুষদের জন্য কোন প্রত্যাশা জুগিয়েছেন? (২) বাইবেলের সময়ের লোকেরা যিহোবাকে খুশি করার জন্য কী করেছিল? (৩) যিশু পাপী মানুষদের উদ্ধার করার জন্য কী করেছেন?

যিহোবা পাপী মানুষদের জন্য কোন প্রত্যাশা জুগিয়েছেন?

৩. আদম ও হবা কীভাবে পাপ করেছিলেন?

যিহোবা যখন প্রথম পুরুষ ও নারীকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি চেয়েছিলেন যেন তারা সুখী হয়। তিনি তাদের এক অপূর্ব বাড়ি দিয়েছিলেন, বিয়ের ব্যবস্থা করেছিলেন এবং তাদের এক চমৎকার কাজ দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন, যেন তারা তাদের সন্তানদের দিয়ে পৃথিবী পরিপূর্ণ করে আর এভাবে পুরো পৃথিবীকে এদন বাগানের মতো সুন্দর করে তোলে। তিনি তাদের কেবল একটা বিষয় না করার আজ্ঞা দিয়েছিলেন। তিনি তাদের এই বিষয়ে সাবধান করেছিলেন যে, তারা যদি জেনে-শুনে এই আজ্ঞার অবাধ্য হয়, তা হলে তারা মারা যাবে। আর আমরা জানি কী ঘটেছিল। একজন দুষ্ট স্বর্গদূত—ঈশ্বরের প্রতি এবং মানুষের প্রতি যার কোনো ভালোবাসা নেই—আদম ও হবাকে ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য প্রলোভিত করেছিল। আদম ও হবা শয়তানের সেই প্রলোভনের কাছে নতিস্বীকার করেছিলেন। তারা তাদের প্রেমময় পিতার উপর নির্ভর না করে বরং তাঁর আজ্ঞার অবাধ্য হয়েছিলেন এবং পাপ করেছিলেন। যিহোবা যা বলেছিলেন, সেটাই সত্য হয়েছিল। সেই দিন থেকেই তারা তাদের পাপের পরিণতি ভোগ করতে শুরু করেন অর্থাৎ তারা ধীরে ধীরে বৃদ্ধ হন এবং অবশেষে মারা যান।—আদি. ১:২৮, ২৯; ২:৮, ৯, ১৬-১৮; ৩:১-৬, ১৭-১৯, ২৪; ৫:৫.

৪. কেন যিহোবা পাপকে ঘৃণা করেন আর কেন তিনি পাপের সঙ্গে লড়াই করার জন্য আমাদের সাহায্য করে থাকেন? (রোমীয় ৮:২০, ২১)

যিহোবা আমাদের উপকারের জন্য বাইবেলে এই দুঃখজনক ঘটনা লিখিয়েছেন। এটা আমাদের বুঝতে সাহায্য করে, কেন তিনি পাপকে এতটা ঘৃণা করেন। এই পাপ আমাদের পিতা যিহোবার কাছ থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যায় এবং আমাদের জন্য মৃত্যু নিয়ে আসে। (যিশা. ৫৯:২) আসলে, শয়তান এটাই চেয়েছিল আর তাই সে আদম ও হবাকে পাপ করার জন্য প্রলোভিত করেছিল। এখনও সে আমাদের প্রতি তা-ই করে থাকে। আদম ও হবা যখন পাপ করেছিলেন, তখন শয়তান হয়তো মনে করেছিল যে, মানুষের জন্য ঈশ্বরের উদ্দেশ্যকে সে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। কিন্তু, সে এটা বুঝতে পারেনি যে, যিহোবা মানুষকে কতটা ভালোবাসেন। আদম ও হবার বংশধরদের জন্য ঈশ্বরের যে-উদ্দেশ্য ছিল, তা তিনি পরিবর্তন করেননি। আর তাই তিনি সঙ্গেসঙ্গে সমস্ত মানুষের জন্য প্রত্যাশা জুগিয়েছিলেন। (পড়ুন, রোমীয় ৮:২০, ২১.) যিহোবা জানতেন, সেই বংশধরদের মধ্যে কেউ কেউ তাঁকে ভালোবাসবে এবং পাপের বিরুদ্ধে লড়াই করার জন্য তাঁর কাছে সাহায্য চাইবে। এইজন্য একজন পিতা ও সৃষ্টিকর্তা হিসেবে তিনি তাদের পাপ ও মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার এবং তাঁর সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পথ খুলে দেন। এই সমস্ত কিছু করার জন্য যিহোবা কী করেছিলেন?

৫. আদম ও হবা পাপ করার পর যিহোবা মানুষের জন্য কোন প্রত্যাশা জুগিয়েছিলেন? (আদিপুস্তক ৩:১৫)

আদিপুস্তক ৩:১৫ পদ পড়ুন। বাইবেলের এই ভবিষ্যদ্‌বাণীর মাধ্যমে যিহোবা মানুষের জন্য এক প্রত্যাশা জুগিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি শয়তানকে ধ্বংস করবেন। তিনি এও বলেছিলেন, একটা ‘বংশ’ মানুষকে উদ্ধার করবে। এই বংশ অবশেষে শয়তানকে চিরকালের জন্য চূর্ণ করবে এবং সমস্ত সমস্যার সমাধান নিয়ে আসবে। (১ যোহন ৩:৮) কিন্তু, শয়তান প্রথমে সেই বংশকে আঘাত করবে অর্থাৎ তাঁকে মেরে ফেলবে। এটা যিহোবাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কিন্তু, যিহোবা এই প্রচণ্ড কষ্ট সহ্য করেছিলেন। কেন? কারণ এর ফলে মানুষ পাপ ও মৃত্যু থেকে উদ্ধার লাভ করবে।

বাইবেলের সময়ের লোকেরা যিহোবাকে খুশি করার জন্য কী করেছিল?

৬. হেবল ও নোহের মতো বিশ্বস্ত ব্যক্তিরা যিহোবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য কী করেছিল?

পাপী মানুষেরা কীভাবে যিহোবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে, তা তিনি ধীরে ধীরে আরও স্পষ্ট করেছিলেন। আদম ও হবার দ্বিতীয় ছেলে হেবলই ছিলেন প্রথম ব্যক্তি, যিনি এদনে বিদ্রোহের পর ঈশ্বরের উপর বিশ্বাস দেখিয়েছিলেন। যেহেতু হেবল যিহোবাকে ভালোবাসতেন এবং তাঁকে খুশি করতে চেয়েছিলেন, তাই তিনি যিহোবার উদ্দেশে বলি উৎসর্গ করেছিলেন, যাতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারেন। হেবল একজন মেষপালক ছিলেন, তাই তিনি তার পাল থেকে কিছু মেষ নিয়ে সেগুলো যিহোবার উদ্দেশে উৎসর্গ করেছিলেন। এই বিষয়টাকে যিহোবা কীভাবে দেখেছিলেন? তিনি “হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন।” (আদি. ৪:৪) পরবর্তী সময়ে, যিহোবা সেই ব্যক্তিদের বলিও গ্রহণ করেছিলেন, যারা তাঁকে ভালোবেসেছিল এবং তাঁর উপর নির্ভর করেছিল। এইরকম ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন নোহ। (আদি. ৮:২০, ২১) এই ধরনের বলি গ্রহণ করার মাধ্যমে যিহোবা দেখিয়েছিলেন যে, পাপী মানুষেরা তাঁকে খুশি করতে পারে এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। b

৭. নিজের ছেলেকে উৎসর্গ করার বিষয়ে অব্রাহামের ইচ্ছুক মনোভাব থেকে আমরা কী শিখি?

অব্রাহাম ছিলেন এমন একজন ব্যক্তি, যার যিহোবার উপর দৃঢ়বিশ্বাস ছিল। একবার যিহোবা তাকে এমন একটা আজ্ঞা দিয়েছিলেন, যা পালন করা তার জন্য অনেক কঠিন ছিল। তিনি অব্রাহামকে বলেছিলেন, যেন অব্রাহাম নিজের ছেলেকে তাঁর উদ্দেশে উৎসর্গ করে। অব্রাহামের জন্য এটা খুব কষ্টকর হওয়া সত্ত্বেও তিনি তা করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু, একেবারে শেষ মুহূর্তে যিহোবা তাকে থামিয়েছিলেন। এই উদাহরণের মাধ্যমে যিহোবা আমাদের বুঝতে সাহায্য করেছিলেন, তিনি ভবিষ্যতে কী করবেন। তিনি ইচ্ছুক মনে তাঁর প্রিয় পুত্রকে বলি হিসেবে উৎসর্গ করবেন। এখান থেকে বোঝা যায়, যিহোবা মানুষকে কতটা ভালোবাসেন!—আদি. ২২:১-১৮.

৮. ব্যবস্থায় উল্লেখিত বিভিন্ন বলি উৎসর্গ করার বিষয়টা আমাদের কী বুঝতে সাহায্য করে? (লেবীয় পুস্তক ৪:২৭-২৯; ১৭:১১)

পরে যিহোবা ইজরায়েলীয়দের যে-ব্যবস্থা দিয়েছিলেন, সেখানে তিনি তাদের বলেছিলেন, যেন তারা তাদের পাপের ক্ষমা লাভ করার জন্য বিভিন্ন বলি উৎসর্গ করে। (পড়ুন, লেবীয় পুস্তক ৪:২৭-২৯; ১৭:১১.) এই বলিগুলো দেখিয়েছিল যে, আরও শ্রেষ্ঠ এক বলি উৎসর্গ করা হবে, যা মানবজাতিকে পুরোপুরিভাবে পাপ থেকে উদ্ধার করবে। ঈশ্বর তাঁর ভাববাদীদের প্রতিজ্ঞাত বংশ সম্বন্ধে লেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন। আর এই প্রতিজ্ঞাত বংশ হলেন ঈশ্বরের প্রিয় পুত্র, যিনি কষ্ট ভোগ করবেন এবং মারা যাবেন। একটা মেষকে যেভাবে বলি দেওয়া হয়, তাঁকেও সেভাবে বলি দেওয়া হবে। (যিশা. ৫৩:১-১২) কল্পনা করুন: যিহোবা সমস্ত মানুষকে পাপ ও মৃত্যু থেকে উদ্ধার করার জন্য তাঁর প্রিয় পুত্রকে বলি হিসেবে উৎসর্গ করার ব্যবস্থা করবেন, যাদের মধ্যে আপনিও রয়েছেন!

যিশু পাপী মানুষদের উদ্ধার করার জন্য কী করেছেন?

৯. যোহন বাপ্তাইজক যিশু সম্বন্ধে কী বলেছিলেন? (ইব্রীয় ৯:২২; ১০:১-৪, ১২)

প্রথম শতাব্দীতে ঈশ্বরের দাস যোহন বাপ্তাইজক, নাসরতের যিশুকে দেখে বলেছিলেন, “ওই দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ বয়ে নিয়ে যান!” (যোহন ১:২৯) এই কথাগুলো দেখিয়েছিল যে, যিশুই ছিলেন সেই প্রতিজ্ঞাত বংশ, যাঁর বিষয়ে অনেক আগেই ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল। তিনি বলি হিসেবে নিজের জীবন উৎসর্গ করবেন। অবশেষে এই প্রতিজ্ঞাত বংশ আসেন, যাতে তিনি মানবজাতিকে পুরোপুরিভাবে পাপ থেকে উদ্ধার করতে পারেন।—পড়ুন, ইব্রীয় ৯:২২; ১০:১-৪, ১২.

১০. কীভাবে যিশু দেখিয়েছিলেন, তিনি পাপীদের “ডাকতে” এসেছেন?

১০ যিশু বিশেষভাবে সেই ব্যক্তিদের প্রতি মনোযোগ দিয়েছিলেন, যারা তাদের পাপের কারণে নিজেদের দোষী বলে মনে করত। তিনি তাঁর অনুসারী হওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি জানতেন, মানুষের কষ্টের মূল কারণ হচ্ছে পাপ। তাই, তিনি সেই ব্যক্তিদের সাহায্য করেছিলেন, যারা তাদের পাপের কারণে কষ্ট পাচ্ছিল। একটা দৃষ্টান্ত ব্যবহার করে তিনি বলেছিলেন: “সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু অসুস্থ লোকদেরই প্রয়োজন।” তিনি আরও বলেছিলেন, “আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদেরই ডাকতে এসেছি।” (মথি ৯:১২, ১৩) যিশু যা বলেছিলেন, ঠিক তা-ই করেছিলেন। তিনি কোমলভাবে সেই মহিলার সঙ্গে কথা বলেছিলেন এবং তার পাপ ক্ষমা করেছিলেন, যিনি চোখের জল দিয়ে তাঁর পা মুছে দিয়েছিলেন। (লূক ৭:৩৭-৫০) এ ছাড়া, যিশু কুয়োর পাশে একজন শমরীয় মহিলাকে গুরুত্বপূর্ণ সত্য জানিয়েছিলেন, যদিও তিনি জানতেন যে, সেই মহিলা অনৈতিক জীবনযাপন করছিলেন। (যোহন ৪:৭, ১৭-১৯, ২৫, ২৬) ঈশ্বর যিশুকে এমনকী সমস্ত পাপের শেষ পরিণতি মৃত্যুকে দূর করে দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই কারণে, যিশু বিভিন্ন ব্যক্তিকে—নারী-পুরষ, ছোটো-বড়ো সবাইকে—পুনরুত্থিত করেছিলেন।—মথি ১১:৫.

১১. কেন পাপী মানুষেরা স্বচ্ছন্দে যিশুর কাছে আসতে পেরেছিল?

১১ যারা মন্দ কাজ করত, এমনকী তারাও স্বচ্ছন্দে যিশুর কাছে আসতে পেরেছিল। কেন? কারণ তিনি তাদের অনুভূতি বুঝতে পারতেন এবং তাদের প্রতি দয়া দেখাতেন। (লূক ১৫:১, ২) এই লোকদের মধ্যে যারা তাঁর প্রতি বিশ্বাস দেখিয়েছিল, তিনি তাদের প্রশংসা করেছিলেন এবং তাদের সঙ্গে সদয়ভাবে আচরণ করেছিলেন। (লূক ১৯:১-১০) যিশু একেবারে নিখুঁতভাবে দেখিয়েছিলেন, তাঁর পিতা যিহোবা কতটা করুণাময়। (যোহন ১৪:৯) যিশু তাঁর কথা ও কাজের মাধ্যমে তুলে ধরেছিলেন, তাঁর করুণাময় পিতা লোকদের ভালোবাসেন এবং প্রত্যেককে তাদের পাপের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়ার জন্য সাহায্য করতে চান। যিশু পাপী লোকদের সাহায্য করেছিলেন, যাতে তারা তাদের মন্দ কাজ করা বন্ধ করে এবং তাঁকে অনুসরণ করে।—লূক ৫:২৭, ২৮.

১২. যিশু তাঁর মৃত্যু সম্বন্ধে কী বলেছিলেন?

১২ যিশু জানতেন, তাঁর প্রতি কী ঘটতে চলেছে। তিনি কয়েক বার তাঁর অনুসারীদের বলেছিলেন যে, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে এবং তাঁকে দণ্ডে বিদ্ধ করা হবে। (মথি ১৭:২২; ২০:১৮, ১৯) তিনি এও জানতেন, তাঁর এই বলিদানের মাধ্যমে জগতের পাপ মুছে ফেলা হবে, যে-বিষয়ে যোহন বাপ্তাইজক ঘোষণা করেছিলেন এবং বিভিন্ন ভাববাদীরাও ভবিষ্যদ্‌বাণী করেছিল। আর যিশু বলেছিলেন, মারা যাওয়ার পর তিনি “সমস্ত ধরনের লোককে” তাঁর দিকে আকর্ষণ করবেন। (যোহন ১২:৩২) যিশুকে বিশ্বাস করার এবং তাঁর আজ্ঞাগুলো মেনে চলার মাধ্যমে পাপী মানুষেরা যিহোবাকে খুশি করতে পারে। তারা যদি তা করে, তা হলে তারা অবশেষে “পাপ থেকে মুক্ত” হতে পারবে। (রোমীয় ৬:১৪, ১৮, ২২; যোহন ৮:৩২) তাই, যিশু আমাদের রক্ষা করার জন্য ইচ্ছুক মনে এবং সাহসের সঙ্গে তাঁর কষ্টকর মৃত্যু সহ্য করেছিলেন।—যোহন ১০:১৭, ১৮.

১৩. কীভাবে যিশু মারা গিয়েছিলেন আর তাঁর মৃত্যু যিহোবা ঈশ্বর সম্বন্ধে আমাদের কী শেখায়? (ছবিও দেখুন।)

১৩ যিশুর এক ঘনিষ্ঠ বন্ধু তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। এরপর তাঁর শত্রুরা তাঁকে গ্রেপ্তার করে, তাঁকে অপমান করে এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়। তারা তাঁকে মেরে ফেলার আদেশ দেয় এবং তাঁকে অত্যাচার করে। এরপর, সৈন্যেরা তাঁকে দণ্ডে বিদ্ধ করে। যিশু বিশ্বস্ততার সঙ্গে এই সমস্ত কষ্ট সহ্য করেছিলেন। তিনি যখন প্রচণ্ড যন্ত্রণা ভোগ করছিলেন, তখন তা দেখে অন্য একজন আরও বেশি কষ্ট পাচ্ছিলেন। তিনি হলেন যিহোবা ঈশ্বর। এই সমস্ত কিছু থামানোর ক্ষমতা যিহোবার ছিল, কিন্তু তিনি তা করেননি। যিহোবা তাঁর পুত্রকে অনেক ভালোবাসতেন। তা হলে কেন তিনি তাঁকে এভাবে কষ্ট ভোগ করে মারা যেতে দিয়েছিলেন? কারণ তিনি আমাদের ভালোবাসেন। যিশু বলেছিলেন: “ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, নিজের একজাত পুত্রকে দান করলেন, যাতে যে-কেউ তাঁর উপর বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, বরং অনন্তজীবন পায়।”—যোহন ৩:১৬.

আমাদের পাপ ও মৃত্যু থেকে উদ্ধার করার জন্য যিহোবা যখন তাঁর পুত্রকে মারা যেতে দিয়েছিলেন, তখন যিহোবা প্রচণ্ড কষ্ট সহ্য করেছিলেন (১৩ অনুচ্ছেদ দেখুন)


১৪. যিশুর বলিদানমূলক মৃত্যু থেকে আপনি কী শিখেছেন?

১৪ আদম ও হবার বংশধরদের যিহোবা কতটা ভালোবাসেন, সেটার সবচেয়ে বড়ো প্রমাণ হল, যিশু খ্রিস্টের বলিদানমূলক মৃত্যু। এটা দেখায়, যিহোবা আপনাকে কতটা ভালোবাসেন। তিনি আপনাকে পাপ ও মৃত্যু থেকে উদ্ধার করার জন্য কতটা কষ্ট সহ্য করেছিলেন, তা আপনি কল্পনাও করতে পারবেন না। (১ যোহন ৪:৯, ১০) হ্যাঁ, তিনি আমাদের প্রত্যেককে সাহায্য করতে চান, যাতে আমরা পাপের বিরুদ্ধে লড়াই করতে এবং জয়ী হতে পারি!

১৫. যিশুর মুক্তির মূল্যরূপ বলিদান থেকে উপকার লাভ করার জন্য আমাদের কী করতে হবে?

১৫ যিহোবা উপহার হিসেবে তাঁর একজাত পুত্রকে মুক্তির মূল্য হিসেবে দান করেছেন বলে আমরা পাপের ক্ষমা লাভ করতে পারি। কিন্তু, ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভ করার জন্য আমাদের পক্ষ থেকেও কিছু করতে হবে। সেটা কী? যোহন বাপ্তাইজক এবং পরে যিশু খ্রিস্ট নিজে এই প্রশ্নের উত্তর দিয়েছেন: “অনুতপ্ত হও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গিয়েছে।” (মথি ৩:১, ২; ৪:১৭) আমরা যদি সত্যিই আমাদের পাপের ক্ষমা লাভ করতে চাই এবং আমাদের প্রেমময় পিতা যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই, তা হলে আমাদের অনুতপ্ত হতে হবে। কিন্তু, অনুতপ্ত হওয়ার সঙ্গে কী জড়িত আর অনুতপ্ত হওয়া কীভাবে আমাদের পাপের বিরুদ্ধে লড়াই করার জন্য সাহায্য করে? পরের অধ্যয়ন প্রবন্ধে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে।

গান ১৮ মুক্তির মূল্যের জন্য কৃতজ্ঞ

a এটার মানে কী? বাইবেলে “পাপ” শব্দটা হয়তো ভুল কাজকে বোঝায় অর্থাৎ সঠিক ও ভুলের বিষয়ে যিহোবা যে-মান দিয়েছেন, সেই অনুযায়ী না চলাকে বোঝায়। কিন্তু, “পাপ” শব্দটা দিয়ে আমাদের পাপপূর্ণ অবস্থাকেও বোঝাতে পারে, যা আমরা আদমের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছি। উত্তরাধিকারসূত্রে পাওয়া এই পাপের কারণেই আমরা সবাই মারা যাই।

b অতীতে যিহোবা বিশ্বস্ত ব্যক্তিদের বলিগুলো গ্রহণ করেছিলেন, কারণ তিনি জানতেন যে, ভবিষ্যতে যিশু খ্রিস্ট নিজের জীবন বলি হিসেবে উৎসর্গ করবেন এবং সমস্ত মানুষকে পুরোপুরিভাবে পাপ ও মৃত্যু থেকে উদ্ধার করবেন।—রোমীয় ৩:২৫.