“মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে”
আমরা প্রায়ই চোখের সামনে অবিচার ঘটতে দেখছি। ভালো ও নির্দোষ লোকেরা মন্দ লোকেদের দ্বারা নির্যাতিত হচ্ছে। এমন সময় কি কখনো আসবে, যখন অবিচার ও দুষ্টতা আর থাকবে না?
বাইবেলের গীতসংহিতার ৩৭ গীতে এর উত্তর রয়েছে আর এখানে এমন নির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলো আজকের দিনের জন্যও প্রযোজ্য। লক্ষ করুন, নীচের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে বাইবেল কী জানায়।
যারা আমাদের উপর অত্যাচার করে, তাদের প্রতি আমাদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত?—১, ২ পদ।
দুষ্ট লোকেদের কী হবে?—১০ পদ।
যারা সঠিক কাজ করে, তাদের জন্য ভবিষ্যতে কী রয়েছে?—১১, ২৯ পদ।
আমাদের এখন কী করা উচিত?—৩৪ পদ।
গীতসংহিতার ৩৭ গীতের অনুপ্রাণিত শাস্ত্রপদগুলো স্পষ্টভাবে নির্দেশ করে, যারা ‘সদাপ্রভুর অপেক্ষায় থাকে, তাঁহার পথে চলে,’ তাদের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে। যিহোবার সাক্ষিরা আপনার সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে পেরে আর সেইসঙ্গে কীভাবে আপনি ও আপনার প্রিয়জন এক সুরক্ষিত ভবিষ্যৎ লাভ করতে পারেন, তা জানাতে পেরে খুশি হবে।