আপনার দুঃখকষ্ট দেখে ঈশ্বর কেমন বোধ করেন?
কেউ কেউ মনে করে, ঈশ্বর কখনো আমাদের দুঃখকষ্ট দেখেন না আর তিনি এটা নিয়ে চিন্তাও করেন না।
বাইবেল যা বলে, তা বিবেচনা করুন
ঈশ্বর দেখেন ও চিন্তা করেন
‘সদাপ্রভু দেখিলেন, পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, তাই সদাপ্রভু মনঃপীড়া পাইলেন।’—আদিপুস্তক ৬:৫, ৬.
ঈশ্বর সমস্ত দুঃখকষ্ট শেষ করবেন
“আর ক্ষণকাল, পরে দুষ্ট লোক আর নাই, তুমি তাহার স্থান তত্ত্ব করিবে, কিন্তু সে আর নাই। কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে, এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে।”—গীতসংহিতা ৩৭:১০, ১১.
ঈশ্বর আপনার জন্য যা চান
“সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সঙ্কল্প করিতেছি, তাহা আমিই জানি; সে সকল মঙ্গলের সঙ্কল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সঙ্কল্প! আর তোমরা আমাকে আহ্বান করিবে, এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব।”—যিরমিয় ২৯:১১, ১২.
“ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।”—যাকোব ৪:৮.