সন্তুষ্ট থাকার চাবিকাঠি
আমরা অবিবাহিত হই অথবা বিবাহিত, অল্পবয়সী হই অথবা বৃদ্ধ, সবাই সুখ ও সন্তুষ্টি পেতে চাই। আমাদের সৃষ্টিকর্তাও আমাদের জন্য সেটাই চান। তাই, তিনি আমাদের এই বিষয়ে উত্তম পরামর্শ দিয়েছেন।
অধ্যবসায়ী হোন
“সে . . . পরিশ্রম করুক, নিজ হাতে ভালো কাজ করুক, যাতে অভাবী ব্যক্তির সঙ্গে ভাগ করে নেওয়ার মতো তার হাতে কিছু থাকে।”—ইফিষীয় ৪:২৮.
আমাদের সৃষ্টিকর্তা কাজ সম্বন্ধে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য উৎসাহিত করেন। কেন? কারণ একজন পরিশ্রমী ব্যক্তি নিজের জন্য এবং তার পরিবারের জন্য ভরণ-পোষণ জুগিয়ে সুখী হন। তিনি এমনকী একজন অভাবী ব্যক্তিকেও সাহায্য করতে পারেন। আর তিনি যার অধীনে কাজ করেন, তার সেই মালিকও তাকে মূল্যবান হিসেবে দেখেন। এই কারণে তিনি সহজে তার কাজটা হারান না। শাস্ত্র কঠোর পরিশ্রমের উত্তম ফলকে “ঈশ্বরের দান” বলে উল্লেখ করে। —উপদেশক ৩:১৩.
সৎ হোন
“আমাদের এই আস্থা আছে যে, আমাদের এক সৎ বিবেক রয়েছে এবং আমরা সমস্ত বিষয়ে সৎভাবে জীবনযাপন করতে চাই।”—ইব্রীয় ১৩:১৮.
আমরা যদি সৎ হই, তা হলে আমাদের আত্মসম্মান বৃদ্ধি পাবে আর আমরা মনের শান্তি লাভ করব। আমরা রাতে ভালো ঘুমাতেও পারব। এ ছাড়া, অন্যদের আস্থা অর্জন করতে পারব আর তারা আমাদের সম্মান করবে। অসৎ লোকেরা এই উত্তম বিষয়গুলো থেকে বঞ্চিত হয়। আর তাদের বিবেকও তাদের দংশন করে। তাদের অসৎ কাজ ধরা পড়ে যাবে বলে তারা সবসময় ভয়ে ভয়ে থাকে।
টাকাপয়সা সম্বন্ধে এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন
“টাকাপয়সার প্রতি ভালোবাসা গড়ে তুলো না, বরং তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাকো।”—ইব্রীয় ১৩:৫.
খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় কেনার জন্য টাকাপয়সার প্রয়োজন রয়েছে। তবে, “টাকাপয়সার প্রতি ভালোবাসা” একজন ব্যক্তির জীবনে বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তিনি আরও বেশি টাকাপয়সা উপার্জন করতে গিয়ে বেশিরভাগ সময় ও শক্তি নষ্ট করে ফেলতে পারেন। এই আসক্তির কারণে তার বৈবাহিক সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে আর সন্তানদের সঙ্গেও তিনি বেশি সময় কাটাতে পারেন না। এমনকী তার স্বাস্থ্যও খারাপ হতে পারে। (১ তীমথিয় ৬:৯, ১০) তিনি অসৎ কাজ করার প্রলোভনেও পড়তে পারেন। একজন বুদ্ধিমান ব্যক্তি বলেছিলেন: “বিশ্বস্ত লোক অনেক আশীর্ব্বাদ পাইবে; কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে, সে অদণ্ডিত থাকিবে না।”—হিতোপদেশ ২৮:২০.
সর্বোত্তম শিক্ষা নিন
“তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা কর।”—হিতোপদেশ ৩:২১.
উত্তম শিক্ষা আমাদের এক দায়িত্ববান ব্যক্তি এবং উত্তম বাবা-মা হয়ে উঠতে সাহায্য করে। কিন্তু, জগতের ডিগ্রি লাভ করার মানে এই নয় যে, আমরা এক স্থায়ী সুখ ও নিরাপত্তা পাব। জীবনের সমস্ত ক্ষেত্রে সফল হওয়ার জন্য আমাদের ঈশ্বরীয় শিক্ষা অর্জন করতে হবে। যিনি ঈশ্বরের কথা শোনেন, তার সম্বন্ধে শাস্ত্র বলে: “সে যাহা কিছু করে, তাহাতেই কৃতকার্য্য হয়।”—গীতসংহিতা ১:১-৩.