সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অন্যদের ভালো গুণগুলোর প্রতি মনোযোগ দিন

অন্যদের ভালো গুণগুলোর প্রতি মনোযোগ দিন

সমস্যা

গর্ব বৈষম্যকে তুলে ধরে। একজন গর্বিত ব্যক্তি তার নিজের মতামতকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। সে সবার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে এবং যারা তার চেয়ে আলাদা, তাদের নগণ্য হিসেবে দেখে থাকে। যে কেউ এইরকমভাবে চিন্তা করা শুরু করতে পারে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলে: “বেশিরভাগ [সংস্কৃতি] সম্প্রদায়ের লোকেরা মনে করে, তাদের জীবনযাত্রার মান, খাবার, পোশাক-আশাক, অভ্যাস, বিশ্বাস, নৈতিক মান, এ ছাড়া অন্যান্য বিষয়ে তারা অন্য সম্প্রদায়ের চেয়ে শ্রেষ্ঠ।” কীভাবে আমরা এই ভুল চিন্তাভাবনা এড়িয়ে চলতে পারি?

বাইবেলের নীতি

“নম্রভাবে প্রত্যেক জন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর।”—ফিলিপীয় ২:৩.

এর অর্থ কী? নিজেদের বিষয়ে অতিরিক্ত চিন্তা করার পরিবর্তে, আমাদের নম্র হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা যখন নম্র হব, তখন আমরা দেখব যে, জীবনের কিছু কিছু ক্ষেত্রে অন্যেরা আমাদের চেয়ে শ্রেষ্ঠ। কোনো একটা সম্প্রদায়ের যে সমস্ত ভালো গুণ ও দক্ষতা থাকবে এমন নয়।

স্টিফানের উদাহরণ বিবেচনা করুন। তিনি এমন এক দেশে বড়ো হয়ে উঠেছিলেন, যেখানে লোকেদের সমান অধিকার ছিল না, তা সত্ত্বেও তিনি বৈষম্যের মনোভাব কাটিয়ে উঠেছিলেন। তিনি বলেন: “আমি বিশ্বাস করি যে, অন্যদেরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ মনে করা, বৈষম্যের মনোভাবকে কাটিয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি সব কিছু জানি না। প্রত্যেক ব্যক্তির কাছ থেকেই আমি কিছু না কিছু শিখতে পারি।”

আপনি যা করতে পারেন

বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন এবং নিজের ব্যর্থতাগুলো মেনে নিন। এটা স্বীকার করুন, কিছু কিছু ক্ষেত্রে অন্যেরা আপনার চেয়ে ভালো। এটা ধরে নেবেন না যে, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রত্যেকের একই খামতি রয়েছে।

কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের একজন ব্যক্তি সম্বন্ধে নেতিবাচক চিন্তাভাবনা করার পরিবর্তে, নিজেকে জিজ্ঞেস করুন:

এটা স্বীকার করুন, কিছু কিছু ক্ষেত্রে অন্যেরা আপনার চেয়ে ভালো

  • ‘সেই ব্যক্তির মধ্যে যে-গুণগুলো আমার পছন্দ নয়, সেগুলো কি আসলেই খারাপ না কি সেগুলো কেবলমাত্র আলাদা?’

  • ‘সেই ব্যক্তি কি আমার মধ্যেও ত্রুটি খুঁজে পাবেন?’

  • ‘কোন কোন ক্ষেত্রগুলোতে সেই ব্যক্তি আমার চেয়ে বেশি দক্ষ?’

আপনি যদি সততার সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর দেন, তা হলে আপনি বৈষম্যের মনোভাব কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে সম্মান করারও অনেক বিষয় খুঁজে পাবেন।