সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিশু বাধ্য হতে শিখেছিলেন

যিশু বাধ্য হতে শিখেছিলেন

আপনাদের সন্তানদের শিক্ষা দিন

যিশু বাধ্য হতে শিখেছিলেন

তুমি কি বাধ্য হওয়াকে কখনো কখনো খুব কঠিন বলে মনে করো?— * তুমি যদি তা মনে করো, তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই। প্রত্যেকেই বাধ্য হওয়াকে মাঝেমধ্যে খুব কঠিন বলে মনে করে। তুমি কি জানতে যে, এমনকী যিশুকেও বাধ্য হতে শিখতে হয়েছিল?—

তুমি কি জানো যে, অল্পবয়সি সকলের কাদের বাধ্য হওয়া উচিত?— হ্যাঁ, আমাদের বাবা-মার। “তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও,” বাইবেল বলে। (ইফিষীয় ৬:১) যিশুর পিতা কে?— যিহোবা ঈশ্বর আর তিনি আমাদেরও পিতা। (মথি ৬:৯, ১০) কিন্তু তুমি যদি বলো যে, যোষেফ ছিলেন যিশুর বাবা ও মরিয়ম ছিলেন তাঁর মা, তাহলেও তুমি ঠিক বলছ। তুমি কি জানো যে, কীভাবে তারা তাঁর বাবা-মা হয়েছিল?—

গাব্রিয়েল দূত মরিয়মকে বলেছিলেন যে, কীভাবে তিনি একজন মা হবেন, এমনকী যদিও তিনি কোনো পুরুষের সঙ্গে যৌনসম্পর্ক করেননি। এক বিরাট অলৌকিক কাজ সম্পাদন করার দ্বারা যিহোবা এই গর্ভধারণ সম্ভবপর করেছিলেন। গাব্রিয়েল মরিয়মের কাছে ব্যাখ্যা করেছিলেন: “পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে; এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাঁহাকে ঈশ্বরের পুত্ত্র বলা যাইবে।”—লূক ১:৩০-৩৫.

ঈশ্বর তাঁর পুত্রের জীবন স্বর্গ থেকে মরিয়মের গর্ভে স্থাপন করেছিলেন। এরপর সেই জীবন তার গর্ভে বড়ো হতে থাকে, ঠিক যেমন অন্য শিশুরা তাদের মায়ের গর্ভে বড়ো হয়। প্রায় নয় মাস পরে, যিশু জন্মগ্রহণ করেছিলেন। ইতিমধ্যে, যোষেফ মরিয়মকে বিয়ে করেছিলেন আর তাই অধিকাংশ লোক ধরে নিয়েছিল যে, যোষেফ ছিলেন যিশুর আসল বাবা। প্রকৃতপক্ষে, যোষেফ ছিলেন তাঁর পালক বাবা। তাই, এর পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে, যিশুর দুজন বাবা ছিল!

যিশুর বয়স যখন মাত্র ১২ বছর, তখন তিনি এমন কিছু করেছিলেন যা দেখিয়েছিল যে, তিনি তাঁর স্বর্গীয় পিতা যিহোবাকে কতখানি ভালোবাসেন। সেই সময়ে, যিশুর পরিবার তাদের প্রথামতো নিস্তারপর্বের জন্য যিরূশালেমে দীর্ঘ যাত্রা করেছিল। এরপর, নিজের দেশ নাসরতে ফেরার সময়, যোষেফ ও মরিয়ম খেয়াল করেনি যে, যিশু তাদের সঙ্গে নেই। তুমি কি ভেবে দেখেছ যে, কীভাবে তারা তাঁকে ভুলে যেতে পেরেছিল?—

কারণ এই সময়ে যোষেফ ও মরিয়মের আরও ছেলেমেয়ে ছিল। (মথি ১৩:৫৫, ৫৬) এ ছাড়া, সম্ভবত তাদের সঙ্গে তাদের আত্মীয়স্বজনও ভ্রমণ করছিল, যেমন যাকোব ও যোহন আর সেইসঙ্গে তাদের বাবা সিবদিয় ও মা শালোমী, যিনি হয়তো মরিয়মের বোন ছিলেন। তাই মরিয়ম হয়তো ধরে নিয়েছিলেন যে, যিশু দলের অন্যান্য আত্মীয়ের সঙ্গে ছিলেন।—মথি ২৭:৫৬; মার্ক ১৫:৪০; যোহন ১৯:২৫.

যোষেফ ও মরিয়ম যখন খেয়াল করেছিল যে, যিশু তাদের সঙ্গে নেই, তখন তারা তাড়াতাড়ি করে আবার যিরূশালেমে ফিরে গিয়েছিল। তারা মরিয়া হয়ে তাদের ছেলেকে খুঁজেছিল। তিন দিনের দিন, তারা তাঁকে মন্দিরে খুঁজে পেয়েছিল। মরিয়ম তাঁকে বলেছিলেন: “আমাদের প্রতি এরূপ ব্যবহার কেন করিলে? দেখ, তোমার পিতা এবং আমি কাতর হইয়া তোমার অন্বেষণ করিতেছিলাম।” কিন্তু যিশু উত্তর দিয়েছিলেন: “কেন আমার অন্বেষণ করিলে? আমার পিতার গৃহে আমাকে থাকিতেই হইবে, ইহা কি জানিতে না?”—লূক ২:৪৫-৫০.

তুমি কি মনে করো যে, যিশুর এভাবে তাঁর মাকে উত্তর দেওয়া ঠিক হয়নি?— যিশুর বাবা-মা জানত যে, তিনি ঈশ্বরের গৃহে উপাসনা করতে ভালোবাসেন। (গীতসংহিতা ১২২:১) তাই যিশুর এরকম চিন্তা করা কি ঠিক ছিল না যে, ঈশ্বরের মন্দিরই প্রথম স্থান হবে যেখানে তারা তাঁর অন্বেষণ করবে?— যিশু যা বলেছিলেন, মরিয়ম তা নিয়ে পরে ক্রমাগত চিন্তা করেছিলেন।

যোষেফ ও মরিয়মের প্রতি যিশুর কেমন মনোভাব ছিল?— বাইবেল বলে: “[যিশু] তাঁহাদের সঙ্গে নামিয়া নাসরতে চলিয়া গেলেন, ও তাঁহাদের বশীভূত থাকিলেন।” (লূক ২:৫১, ৫২) যিশুর উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি?— হ্যাঁ, আমাদেরও আমাদের বাবা-মার বাধ্য হতে হবে।

কিন্তু, যিশুর জন্য— এমনকী তাঁর স্বর্গীয় পিতার প্রতি— বাধ্য থাকা সবসময় সহজ ছিল না।

মারা যাওয়ার আগের রাতে, যিশু যিহোবাকে জিজ্ঞেস করেছিলেন যে, যিশু যা করুক বলে যিহোবা চেয়েছিলেন সেই বিষয়ে তিনি তাঁর মন পরিবর্তন করবেন কি না। (লূক ২২:৪২) কিন্তু যিশু ঈশ্বরের বাধ্য থেকেছিলেন এমনকী যদিও তা সহজ ছিল না। বাইবেল বলে যে, ‘তিনি যে সকল দুঃখভোগ করিয়াছিলেন, তদ্দ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন।’ (ইব্রীয় ৫:৮) তুমি কি মনে করো যে, আমরাও সেই শিক্ষা লাভ করতে পারি?— (w১০-E  ০৪/০১)

[পাদটীকা]

^ আপনি যদি সন্তানের সঙ্গে এই প্রবন্ধটি পড়েন, তাহলে ড্যাশগুলো আপনাকে একটু থামতে ও সন্তানকে তার মনের কথা প্রকাশ করার জন্য উৎসাহ দেওয়ার বিষয়টা মনে করিয়ে দেয়।

প্রশ্নাবলি:

▪ কীভাবে মরিয়ম যিশুর মা হয়েছিলেন আর কীসের পরিপ্রেক্ষিতে যিশুর দুজন বাবা ছিল?

▪ কেন যিশুর বাবা-মা খেয়াল করেনি যে, যিশু তাদের সঙ্গে নেই?

▪ তাঁর বাবা-মা কোথায় তাঁর অন্বেষণ করবে বলে যিশু আশা করেছিলেন?

▪ যিশুর উদাহরণ থেকে তুমি কী শিখতে পারো?

[৩১ পৃষ্ঠার চিত্র]

কেন তুমি মনে করো যে, যোষেফ ও মরিয়মের প্রথমে মন্দিরেই যিশুর অন্বেষণ করা উচিত ছিল?