সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের প্রশ্নের উত্তর

বাইবেলের প্রশ্নের উত্তর

কেন আমাদের যিশুর মৃত্যু স্মরণ করা উচিত?

যিশুর মৃত্যুর ফলে আমরা ভবিষ্যতে কোন আশীর্বাদ লাভ করতে পারব?—যিশাইয় ২৫:৮; ৩৩:২৪

যিশুর মৃত্যু হল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মানুষকে যে-উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছিল, সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তাঁর জীবন দিয়েছিলেন। মানুষকে খারাপ কাজ করার, অসুস্থ হওয়ার কিংবা মারা যাওয়ার প্রবণতা দিয়ে সৃষ্টি করা হয়নি। (আদিপুস্তক ১:৩১) কিন্তু, প্রথম মানব আদমের দ্বারা পাপ জগতে প্রবেশ করেছিল। এই পাপ ও মৃত্যু থেকে আমাদের উদ্ধার করার জন্য যিশু তাঁর জীবন দিয়েছিলেন।পড়ুন, মথি ২০:২৮; রোমীয় ৬:২৩.

ঈশ্বর তাঁর পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেন আর এভাবে ঈশ্বর তাঁর মহৎ প্রেম দেখিয়েছেন। (১ যোহন ৪:৯, ১০) যিশু তাঁর অনুসারীদের রুটি ও দ্রাক্ষারস ব্যবহার করে এক সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর মৃত্যু স্মরণ করতে বলেছিলেন। প্রত্যেক বছর তা করার মাধ্যমে আমরা ঈশ্বর এবং যিশু যে-প্রেম দেখিয়েছেন, সেটার প্রতি উপলব্ধি দেখাই।পড়ুন, লূক ২২:১৯, ২০.

কাদের রুটি ও দ্রাক্ষারস গ্রহণ করা উচিত?

যিশু যখন প্রথমবার শিষ্যদের তাঁর মৃত্যু স্মরণ করতে বলেছিলেন, তখন তিনি তাদেরকে এক নিয়ম অর্থাৎ এক চুক্তির বিষয়ে বলেছিলেন। (মথি ২৬:২৬-২৮) এই চুক্তি তাদের জন্য এবং সীমিত সংখ্যক আরও কিছু ব্যক্তির জন্য স্বর্গে যিশুর সঙ্গে রাজা ও যাজক হওয়ার প্রত্যাশা খুলে দিয়েছিল। যদিও লক্ষ লক্ষ ব্যক্তি যিশুর মৃত্যুদিন উদ্‌যাপন করে, তবে শুধুমাত্র তারাই রুটি ও দ্রাক্ষারস গ্রহণ করে যারা এই চুক্তির অধীনে রয়েছে।পড়ুন, প্রকাশিত বাক্য ৫:১০.

প্রায় ২,০০০ বছর ধরে যিহোবা সেই ব্যক্তিদের বাছাই করছেন, যারা রাজা হবে। (লূক ১২:৩২) পৃথিবীতে চিরকাল বাস করবে এমন ব্যক্তিদের তুলনায় তাদের সংখ্যা কম।পড়ুন, প্রকাশিত বাক্য ৭:৪, ৯, ১৭. (w১৫-E ০৩/০১)