তরুণ-তরুণীদের ১০ প্রশ্নের উত্তর
জীবনে সফল হতে সাহায্য করার ব্যাপারে ব্যাবহারিক উপদেশ এবং পরামর্শ লাভ করো।
প্রশ্ন ১
আমি কী ধরনের ব্যক্তি?
তোমার মূল্যবোধ, ক্ষমতা, সীমাবদ্ধতা ও লক্ষ্যগুলো সম্বন্ধে যদি তোমার জানা থাকে, তা হলে তুমি চাপের মুখে বিজ্ঞ সিদ্ধান্ত নিতে পারবে।
প্রশ্ন ২
আমি আমার শারীরিক সৌন্দর্য নিয়ে কেন এত চিন্তিত?
আয়নায় নিজেকে দেখে তুমি কি হতাশ হয়ে পড়ো? তুমি কোন কোন ব্যাবহারিক পদক্ষেপ নিতে পার?
প্রশ্ন ৩
কীভাবে আমি বাবা-মায়ের সঙ্গে ভাববিনিময় করতে পারি?
এই পরামর্শগুলো কাজে লাগানোর ফলে বাবা-মায়ের সঙ্গে ভাববিনিময় করা তোমার জন্য আরও সহজ হয়ে উঠতে পারে।
প্রশ্ন ৪
ভুল শোধরানোর জন্য আমার কী করা উচিত?
প্রত্যেকেই ভুল করে—তোমার ক্ষেত্রে এটা ব্যতিক্রম নয়। কিন্তু, ভুল করার পর তোমার কী করা উচিত?
প্রশ্ন ৫
স্কুলে আমাকে উত্ত্যক্ত করা হলে আমার কী করা উচিত?
কখনো এইরকম মনে করবে না, তোমার কোনো শক্তি নেই। তুমি লড়াই না করেও একজন উত্ত্যক্তকারীকে হারাতে পার।
প্রশ্ন ৬
কীভাবে আমি সঙ্গীসাথিদের চাপকে প্রতিরোধ করতে পারি?
তুমি যেটাকে সঠিক বলে জানো, সেটার পক্ষসমর্থন করা কঠিন বলে মনে হতে পারে।
প্রশ্ন ৭
কীভাবে আমি যৌনসম্পর্ক করার চাপের সঙ্গে মোকাবিলা করতে পারি?
অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তরুণ-তরুণীরা যে-পরিণতিগুলো ভোগ করেছে, সেগুলোর মধ্যে কয়েকটা বিবেচনা করো।
প্রশ্ন ৮
যৌননিপীড়ন সম্বন্ধে আমার কী জানা উচিত?
তরুণীরা হচ্ছে এর প্রধান লক্ষ্যবস্তু। তুমি কীভাবে এই বাস্তবতার সঙ্গে মোকাবিলা করতে পার?
প্রশ্ন ১০
বাইবেল থেকে আমি কোন সাহায্য লাভ করব?
অনেক লোক বলে, বাইবেলের মধ্যে শুধু রূপকথা রয়েছে, এটা সেকেলে বই অথবা এটা বোঝা খুবই কঠিন। এটা একেবারেই সত্য নয়।