পাঠ ৫৭
কোনো গুরুতর পাপ করে ফেললে আপনি কী করবেন?
এটা ঠিক যে, আমরা প্রত্যেকে যিহোবাকে খুব ভালোবাসি এবং আমরা সবসময় চেষ্টা করি, যেন কোনোভাবেই তাঁর হৃদয়কে দুঃখিত না করি। কিন্তু তারপরও, আমরা কখনো কখনো ভুল করে ফেলি আর কিছু ভুল অন্য ভুলগুলোর চেয়ে গুরুতর হয়ে থাকে। (১ করিন্থীয় ৬:৯, ১০) আমরা যদি কোনো গুরুতর পাপ করে ফেলি, তারপরও আমাদের এটা মনে রাখা উচিত যে, যিহোবা তখনও আমাদের ভালোবাসেন এবং তিনি আমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন আর তিনি আমাদের সাহায্য করতে চান।
১. একজন ব্যক্তি যদি কোনো পাপ করে ফেলেন, তা হলে যিহোবার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য তাকে কী করতে হবে?
যিহোবাকে ভালোবাসেন এমন একজন ব্যক্তি যখন কোনো গুরুতর পাপ করে ফেলেন, তখন তিনি সেই কাজের জন্য খুবই দুঃখিত ও লজ্জিত বোধ করেন। কিন্তু, তিনি যিহোবার এই প্রতিজ্ঞা থেকে সান্ত্বনা লাভ করতে পারেন, “তোমাদের পাপ সকল সিন্দূরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে।” (যিশাইয় ১:১৮) সেই ব্যক্তি যদি হৃদয় থেকে অনুতপ্ত হন, তা হলে যিহোবা তাকে পুরোপুরিভাবে ক্ষমা করে দেবেন। কিন্তু, তিনি কীভাবে দেখাতে পারেন যে, তিনি প্রকৃত অনুতপ্ত? তিনি যে-খারাপ কাজ করেছেন, সেটার জন্য গভীরভাবে অনুশোচনা করবেন। তাই, তিনি সেই খারাপ কাজ করা পুরোপুরিভাবে বন্ধ করে দেবেন এবং যিহোবার কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। তিনি যে-খারাপ চিন্তাভাবনা কিংবা অভ্যাসের কারণে পাপ করে ফেলেছিলেন, সেটা পরিবর্তন করার জন্য তিনি ক্রমাগত প্রচেষ্টা করে চলবেন। আর সেইসঙ্গে, যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করার জন্য তিনি কঠোর প্রচেষ্টা করবেন।—পড়ুন, যিশাইয় ৫৫:৬, ৭.
২. আমরা যখন কোনো পাপ করে ফেলি, তখন কীভাবে যিহোবা প্রাচীনদের মাধ্যমে আমাদের সাহায্য করেন?
আমরা যদি কোনো গুরুতর পাপ করে ফেলি, তা হলে যিহোবা আমাদের সাহায্য করার জন্য একটা ব্যবস্থা করেছেন। তিনি আমাদের বলেন, আমরা যেন ‘মণ্ডলীর প্রাচীনদের ডাকি।’ (পড়ুন, যাকোব ৫:১৪, ১৫.) এই প্রাচীনেরা যিহোবাকে এবং তাঁর মেষদের অনেক ভালোবাসে। তারা ভালোভাবে জানে যে, কীভাবে আমাদের সাহায্য করতে হবে, যাতে আমরা পুনরায় যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারি।—গালাতীয় ৬:১.
প্রাচীনেরা কীভাবে আমাদের সাহায্য করবে? দু-জন অথবা তিনজন প্রাচীন আমাদের সঙ্গে মিলিত হবে এবং বাইবেল থেকে দেখাবে যে, আমরা যা করেছি, সেটা কেন ভুল। তারা আমাদের কিছু ব্যাবহারিক পরামর্শ দেবে এবং উৎসাহিত করবে, যাতে আমরা সেই একই ভুল পুনরায় না করি। কিন্তু, একজন ব্যক্তি যদি গুরুতর পাপ করার পর অনুতপ্ত না হন, তা হলে প্রাচীনেরা তাকে মণ্ডলী থেকে বের করে দেবে, যাতে মণ্ডলীর অন্যান্য ভাই-বোনদের উপরে তার খারাপ প্রভাব না পড়ে।
গভীরভাবে গবেষণা করুন
আমরা যখন কোনো গুরুতর পাপ করে ফেলি, তখন যিহোবা আমাদের সাহায্য করার জন্য কোন ব্যবস্থা করেছেন? আসুন সেই ব্যবস্থা সম্বন্ধে জানি এবং সেটার প্রতি উপলব্ধি বৃদ্ধি করি।
৩. পাপ স্বীকার করলে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক পুনরায় গড়ে উঠতে পারে
আমরা যখন কোনো পাপ করি, তখন আমরা যিহোবাকে দুঃখ দিই, তাই আমাদের তাঁর কাছে পাপ স্বীকার করা উচিত। গীতসংহিতা ৩২:১-৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
-
নিজের পাপ লুকানোর পরিবর্তে, যিহোবার কাছে তা স্বীকার করা কেন ভালো হবে?
যিহোবার কাছে নিজের পাপ স্বীকার করা ছাড়াও, প্রাচীনদের কাছ থেকে সাহায্য নেওয়া ভালো হবে। এটা করার ফলে আমাদের মন হালকা হবে। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।
-
যিহোবার কাছে ফিরে আসার জন্য ভাই কেনানকে প্রাচীনেরা কীভাবে সাহায্য করেছিল?
আমাদের উচিত প্রাচীনদের সত্যি কথা বলা এবং তাদের কাছে কোনো কিছু গোপন না করা। কারণ প্রাচীনেরা তো আমাদের সাহায্য করার জন্যই রয়েছে! যাকোব ৫:১৬ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
-
আমরা যখন প্রাচীনদের কাছে সমস্ত কিছু সত্যি বলি, তখন কীভাবে তারা আরও ভালো করে আমাদের সাহায্য করতে পারে?
৪. গুরুতর পাপ করেছে এমন ব্যক্তিদের প্রতি যিহোবা করুণা দেখান
একজন ব্যক্তি যদি কোনো গুরুতর পাপ করেন আর যিহোবার মান মেনে চলতে না চান, তা হলে তাকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয় আর সেই ব্যক্তির সঙ্গে আমরা মেলামেশা করি না। ১ করিন্থীয় ৫:৬, ১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
-
একটুখানি খামির বা ইস্ট, ময়দার পুরো তালকে ফাঁপিয়ে তোলে। একইভাবে, আমরা যদি এমন কোনো ব্যক্তির সঙ্গে মেলামেশা করি, যিনি তার পাপের জন্য অনুতপ্ত নন, তা হলে তা মণ্ডলীর উপর কোন প্রভাব ফেলতে পারে?
যিহোবার করুণাকে অনুকরণ করে প্রাচীনেরা সেইসমস্ত ব্যক্তিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যাদের মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে। সেই ব্যক্তিদের মধ্যে অনেকেই পুনরায় মণ্ডলীতে ফিরে এসেছে। কেন? মণ্ডলী থেকে বের করে দেওয়ার কারণে যদিও তাদের অনেক কষ্ট হয়, কিন্তু এই ব্যবস্থার ফলে তারা তাদের ভুল বুঝতে পারে এবং ফিরে আসে।—গীতসংহিতা ১৪১:৫.
মণ্ডলী থেকে বের করে দেওয়ার ব্যবস্থা কীভাবে যিহোবার প্রেম, করুণা ও ন্যায়বিচার প্রকাশ করে?
৫. অনুতপ্ত হলে যিহোবা আমাদের ক্ষমা করে দেন
একজন ব্যক্তি যখন অনুতপ্ত হন, তখন যিহোবার কেমন লাগে? এই বিষয়টা বোঝার জন্য যিশুর দেওয়া একটা দৃষ্টান্ত লক্ষ করুন। লূক ১৫:১-৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
-
এই দৃষ্টান্ত যিহোবা সম্বন্ধে আপনাকে কী শেখায়?
যিহিষ্কেল ৩৩:১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
-
অনুতপ্ত হওয়ার জন্য একজন ব্যক্তিকে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে?
কেউ কেউ বলে থাকে: “আমি যদি প্রাচীনদের বলি, আমি পাপ করেছি, তা হলে আমাকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হবে।”
-
যিনি এইরকম চিন্তা করেন, তাকে আপনি কী বলবেন?
সারাংশ
আমরা যদি কোনো গুরুতর পাপ করে ফেলি আর সেই পাপের জন্য প্রকৃত অনুতপ্ত হই এবং আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করি যে, এই ভুল আমরা আর পুনরায় করব না, তা হলে যিহোবা আমাদের ক্ষমা করে দেবেন।
পুনরালোচনা
-
যিহোবার কাছে আপনার পাপ স্বীকার করা কেন ভালো হবে?
-
যিহোবার কাছ থেকে নিজেদের পাপের ক্ষমা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে?
-
আমরা যখন কোনো গুরুতর পাপ করে ফেলি, তখন কেন প্রাচীনদের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত?
আরও জানুন
একজন ব্যক্তি কীভাবে যিহোবার সেই দয়া অনুভব করেছিলেন, যেটার বিষয়ে যিশাইয় ১:১৮ পদে বলা রয়েছে? আসুন তা দেখি।
কোনো ব্যক্তি যদি গুরুতর পাপ করে ফেলে, তা হলে প্রাচীনেরা কীভাবে তাকে সাহায্য করার প্রচেষ্টা করে?
অনুতপ্ত নয় এমন ব্যক্তিদের প্রতি কীভাবে প্রেম ও করুণা দেখানো যায়, তা জানুন।
“যিহোবার কাছে আমার ফিরে আসার প্রয়োজন ছিল।” এই জীবনকাহিনীতে বলা হয়েছে, কীভাবে একজন ব্যক্তি যিহোবার কাছ থেকে দূরে চলে গিয়েছিলেন এবং পরে তিনি আবার ফিরে এসেছিলেন। কেন তার মনে হয়েছিল যে, যিহোবা আবারও তাকে আকর্ষণ করেছেন? আসুন তা জানি।